বর্ণাঢ্য আয়োজন এবং উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে আজিম-হাকিম স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার(২৯ডিসেম্বর)সকাল এগারোটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়াস্থ প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আজিম-হাকিম স্কুলের শিক্ষক উৎপল রায়ের সঞ্চালনায় এবং স্কুল পরিচালনা পর্ষদ’র সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মাসুমা জান্নাত।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ছিলো জাতীয় সংগীত পরিবেশন শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোমুগ্ধকর নৃত্য ও আবৃত্তি পরিবেশনা।
এতে অন্যন অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুর রহমান,বিদ্যালয় পরিচালনা পর্ষদ’র সদস্য এম,এ,ছালাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম,চরপাথরঘাটা ইউপি জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার প্রমুখ সহ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন,আজিম-হাকিম স্কুল অত্র উপজেলায় অতি সুনামের সঙ্গে তাদের মান অক্ষুণ রেখে যাচ্ছে।লেখাপড়া সহ তাদের সহ-শিক্ষা কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে তাঁরা তাদের মেধা দেখিয়েছে।ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটি আরো সুনাম অর্জন করবো বলে আশাবাদী।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ,অত্র প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার এবং পরীক্ষার ফলাফল প্রতিবেদন কার্ড তুলে দেন।