আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :: ২৯ই মে আসন্ন উপজেলা নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারার সকল ভোটারদের আনারস মার্কায় ভোট দিতে ও আত্মীয়, মা, বোন সহ সকলকে ভোট কেন্দ্রে এনে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোজাম্মেল হক। একই সাথে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে জনগণকে অনুরোধ করেছেন। আওয়ামীলীগের সাবেক উপজেলা এই সভাপতি কাজী মোজাম্মেল হক বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আনারস মার্কা সমর্থনে জনসভায় বলেছেন আনোয়ারা উপজেলার মানুষ এখন পরিবর্তন চায়। তারা দূর্ণীতির সিন্ডিকেট থেকে মুক্তি চাই। তাই ভোট চোর, জনগণের অর্থ আত্মসাৎ কারীদেরকে আর শক্তিশালী করতে চায় না। তিনি জনগণকে ২৯ তারিখ আনারস মার্কায় ভোট দিতে ও এলাকার আত্মীয় স্বজন, মা-বোনসহ সবাইকে ভোট কেন্দ্রে এনে ভোট দেওয়াতে উদ্ভূত করতে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন। কাজী মোজাম্মেল আরো বলেন, জনগণ কেবল ভোটই দেবে না, ভোটের দিন ভোট কেন্দ্র পাহারা দেবে ইনশাআল্লাহ। যাতে করে কোন ভোট চোর, কোন ভোট ডাকাত জনগণের ভোট নষ্ট করতে না পারে। তিনি সকলের কাছে দোয়া চান জনগণ আনারস মার্কায় ভোট দিলে আল্লাহতায়ালা যেন বিজয় করে জনগণের সেবা করার সুযোগ দান করেন সেজন্য।