চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪
৮ নং চাতরী ইউনিয়নের খেলা সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৮ টায় সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.কিউ.এম সাইফুল্লাহ্ খান চৌধুরীর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রুপন কান্তি শীল মহোদয়ের সঞ্চালনায়
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাশ।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ বিকাশ দাশ,সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য ডাঃ লিটন মল্লিক,অভিভাবক সদস্য চন্দন নাথ,সচেতন অভিভাবক শিবু বর্ধন,
৮ নং চাতরী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক মিতা দে,আয়শা আক্তার,ঝর্ণা চক্রবর্তী,আমেনা বেগম, শাহনাজ বেগম,নিলাম তবির,কণিকা দাশ,স্বপ্না মল্লিক ও বীণা চৌধুরী এবং সহকারি শিক্ষক মাহমুদা খানম চৌধুরী প্রমূখ।
উদ্বোধক বাবু দীপক চন্দ্র দাশ বলেন- কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সরকার বাহাদুর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আরম্ভ করায় দিন দিন এর চাহিদা বৃদ্ধিসহ শিক্ষার্থীদের খেলাধুলা চর্চ্চা করার প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানান।১ম অধ্যায়ে ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে বেলচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আকর্ষণীয় এবং প্রাণবন্ত খেলায় ৩-০ গোলে ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বেলচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজিত হয়। খেলা পরিচালনা করেন সুজন(রেফারি), জয় চন্দ ও জয় দাশ সহকারি রেফারী হিসেবে দায়িত্ব পালন করে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে দর্শকদের খেলা উপভোগ করার সুযোগ করে দেন।পরে সভাপতি মহোদয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী সভা সমাপ্ত ঘোষনা করেন।