চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.কিউ.এম সাইফুল্লাহ্ খান চৌধুরীর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিন্নাত সোলতানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ বিকাশ দাশ।স্বাগত বক্তব্য রাখেন সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যসলয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি শীল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দন নাথ,শিবু বর্ধন,সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য ডাঃ লিটন মল্লিক, চাতরী ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক মিতা দে,আয়শা আক্তার চৌধুরী,ঝর্ণা চক্রবর্তী,আমেনা বেগম, শাহনাজ বেগম,নিলাম তবির,কণিকা চৌধুরী,স্বপ্না মল্লিক ও বীণা চৌধুরী প্রমূখ।
স্বাগত বক্তব্যে রুপন কান্তি শীল খেলা সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি বলেন- খেলাধুলায় শিক্ষার্থীদের শরীর সুস্থ ও নৈতিকতা বিকাশ করে। এরপর প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী ও রাণার্সআপ প্রাপ্তদের পুরস্কার বিতরণ করেন।