আনোয়ারায় জোনাকী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন জোনাকী ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২৫ মে (শুক্রবার) বিকেলে আনোয়ারা উপজেলা মিলনায়তনে জোনাকি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জোনাকি ফাউন্ডেশনের উপদেষ্টা মাষ্টার এয়াকুব আলী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের মাহমুদ।সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এ.বি.এম আবু নোমান।এতে প্রধান আলোচক- লোক-কলা চট্টগ্রাম কেন্দ্র বাংলাদেশের মহাপরিচালকন,সন্ধীপনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কার্য গবেষক, ভাস্কর ডি কে দাস মামুন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার পাশাপাশি মননশীল ও সৃজনশীল প্রতিযোগিতা শিশুদের মেধাবিকাশে সহায়ক ভূমিকা রাখে। যাতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ তৈরি হয় এমন কাজ করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও সৃজনশীল শিক্ষার সঙ্গে পরিচিত করতে বৃত্তি প্রদান একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনারারি কনস্যুলার অব জাপানের, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার, উপচার্য -দপ্তর, এস.এম. ফোরকান,নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক এসকান্দর চৌধুরী হিরো, নীল মানবাধিকার উন্নয়ন সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মো: ছাবের শফি, সহ অনেকে। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ইশতিয়াক রাসেল ও ফারহানা আক্তার।এবারের পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জন ট্যালেন্টপুল, ৩২ জন এ গ্রেডে ও ৮৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন।আনোয়ারা উপজেলায় সামাজিক কর্মকাণ্ডের সাথে কাজ করে যাওয়া ১২ টি সামাজিক সংগঠন ও গুণী জনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।বক্তারা আরো বলেন সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার প্রসারে বিনামূল্যে বই বিতরণ করছে। নানা ধরনের বৃত্তির আয়োজন করছে। সমাজের নানা স্তরের মানুষ ও সংগঠন সরকারের শিক্ষানীতিকে এগিয়ে নিতে নিজ উদ্যোগে বৃত্তির আয়োজন করছে। যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি গতিশীল করবে।’