আনোয়ারাকে আধুনিক ও স্মার্ট উপজেলার বার্তা নিয়ে গ্রামীণ জনপদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (কলস প্রতীক) পারভিন আকতার। প্রতিদিন ছুটছেন উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগে। উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন আকতার। সোমবার(২০ মে) সকাল থেকে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও, সিংহ পাড়া,সিংহরা কালাবিবিরদীঘি,চাতরী চৌমুহনী ও বারখাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিটি ভোটারের ঘরে-ঘরে গিয়ে নারী-পুরুষ ও তরুণ- তরুণীদের জড়িয়ে ধরে নিজের জন্য ভোট চান তিনি। এসময় তাদের বিভিন্ন দাবী দাওয়ার কথাও শুনেন এ প্রার্থী। পারভিন আকতার বলেন, আনোয়ারায় অসাম্প্রদায়িক উপজেলা, এখানে আমরা সব ধর্মের লোক একই সাথে উৎসবে মিলিত হই, এই উপজেলাকে আধুনিক স্মার্ট উপজেলায় রূপান্তর করতে আমি কাজ করব। নির্বাচিত হলে আমি শাসক নয় সেবক হিসেবে থাকব। তবে অন্যায়ের সাথে কোন আপোস করবো না। আমি জনগণের সাথে থেকে সব কিছু মোকাবেলা করবো। প্রচারণায় এসে দেখলাম জনগণ আমাকে ভালবাসে। তারা সাড়া দিচ্ছে। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রয়েছেন তিন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন আকতার। প্রতিদিন সকাল সন্ধ্যায় উপজেলার গুরুত্বপূর্ণ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে চলেছেন এ প্রার্থী।