ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,
শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ছাত্রদের বেল্ট পরীক্ষা আজ শুক্রবার
(৪ অক্টোবর)বিকালে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের বেল্ট প্রদান করেন জাতীয় জাজ এন্ড কোচ মহসিন পারভেজ। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষার্থী মানিক, বাদশা, মঈনুদ্দিন, নুরুল আজিম, জিল্লুর রহমান, মামুন। বেল্ট প্রদান শেষে ছাত্ররা কুংফু’র বিভিন্ন কলাকৌশল প্রদর্শণ করেন।
বেল্ট প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: বেগুনি বেল্ট: রাদিয়া বিনতে ফোরকান, সুরাইয়া শারমিন। সবুজ বেল্ট: শফিকুল আলম,মুসলিম উদ্দিন, আরিফ, মিফতাহুল জান্নাত, ওয়াকিয়া ।
হলুদ বেল্ট: সত্যম দাশ ,তন্ময় দত্ত, শ্রাবণ বড়ুয়া প্রমুখ।