আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোজাম্মেল সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বলেছেন, মানুষের সব মৌলিক ও মানবিক চাহিদাগুলো নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, ভূমিদস্যু, কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধ করে পারস্পারিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে কাজ করবেন।
আজ শনিবার (১৮ মে) বিকেল সাড়ে চারটায় উপজেলার চাতরী চৌমুহনী আল আরাফাহ ইসলামি ব্যাংকের চারতলায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হক বলেন, নির্বাচিত হলে উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত,
কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। নারীর অবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সার্বিক উন্নয়নের জন্য কাজ করা হবে। নারী নির্যাতন-বহুবিয়ে-বাল্যবিয়ে বন্ধ, যৌতুকসহ নারীর প্রতিসহিংসতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। এলাকার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধার পরিবার ও প্রতিবন্ধীসহ সমাজের
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দিয়ে তাদের উন্নয়নে ভূমিকা রাখব।
তাকে আগামী ২৯ মে নির্ভয়ে যার যার ভোট কেন্দ্রে এসে আনারস প্রতীকে ভোট দেওয়ার জন্য আনোয়ারাবাসীর প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল বসর, নুরুল আনোয়ার ও নাজিম উদ্দীন সুজনসহ নির্বাচনী পরিচালনা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ।