চট্টগ্রামের আনোয়ারায় আহলে সুন্নাতের উদ্দ্যোগে স্থানীয় টানেল সড়কে দেশে নতুন করে বৈষম্য সৃষ্টির প্রতিবাদে
সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা লিয়াজু কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ পীরজাদা মাওলানা মাহমুদুল হক নঈমী ও প্রস্তুতি কমিটির সচিব মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা কাজী শাকের আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা স.ম হামেদ হোসাইন, মাওলানা এস.এম শাহজাহান, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন,অধ্যক্ষ আল্লামা মুফতি রফিক উদ্দিন সিদ্দিকী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী,অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী,অধ্যক্ষ মাওলানা আমির আহমদ আনোয়ারী, মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী,অধ্যক্ষ কাজী আবদুল হান্নান,আলহাজ্ব মুহাম্মদ আলী হোসাইন, অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর আলম,মাওলানা এনাম রেজা কাদেরী, এস.এম নজরুল ইসলাম, এস.এম শওকত আজিজ, গাজী মোজাম্মেল হক, মাওলানা কাজী বদরুজ্জামান নঈমী, মাওলানা মনির আহম্মদ আনোয়ারী, মুহম্মদ মুজিবুর রহমান, হাজী মুহাম্মদ নাজিম উদ্দীন,মাওলানা মুফিজুল্লাহ,মাওলানা মফিজুর রহমান, নুরের রহমান রণি, মুহাম্মদ মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আ.ন.ম নাসির উদ্দিন,মাওলানা ইলিয়াছ আজম নুরী,মুহাম্মদ আরিফ মঈনুদ্দিন,মাওলানা আহমদ নুর আল কাদেরী, মাওলানা আনোয়ারুল আজিম, মাওলানা ওসমান গনি, মাওলানা মুহাম্মদ সোলাইমান, মাওলানা মুহাম্মদ মোজাহের প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর হতে একটি উগ্র চক্র দেশের বিভিন্ন জেলা উপজেলায় শিক্ষকদের উপর নগ্ন হামলা, বাধ্যতামূলক অপসারণ, মসজিদ,মাজার,মন্দিরসহ পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুছ মিছিলে হামলা, হত্যা ও শিক্ষা ব্যবস্হায় ধর্মীয় বৈষম্য সংস্কারের দাবী জানান।সমাবেশে বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীদের আত্নার শান্তি কামনাসহ আহতদের সুচিকিৎসা ও সরকারী সাহায্য কামনা করেন। গণআন্দোলনের মাধ্যমে অর্জিত অধিকার যাতে কোন ষড়যন্ত্রকারীরা বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্মীয় উপাসনালয়ে এবং মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুছে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সূফিবাদী শান্তিপ্রিয় জনতার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে দেশের আপামর জনতা তার বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। আনোয়ারা উপজেলার বিভিন্ন মসজিদে উগ্রবাদীরা ইমাম খতীবদের হুমকী ধমকির তীব্র প্রতিবাদ জানান।আনোয়ারায় অতীতে যেভাবে শান্তি ও সম্প্রীতি বজায় ছিল ভবিষ্যতে ও অভিন্ন নীতিতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।