আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার শরীফ এ ফাতেহা ইয়াজদাহুম সুসম্পন্ন।
শাহরিয়ার মাহমুদ চৌধুরী(আনোয়ায়ারা)
/ ৭৩
Time View
Update :
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৮:৩১ পূর্বাহ্ণ
Share
চট্টগ্রামের আনোয়ারায় ঐতিহ্যবাহী ওষখাইন রজায়ী দরবার শরীফ এ রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার হযরত ছৈয়্যদেনা আবু বকর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদ ময়দানে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশদ উল্লাহ্ রজায়ী (মাঃজিঃআঃ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে শাহজাদা মাওলানা নাঈম উদ্দীন রজায়ী ও শাহজাদা ইমাম উদ্দীন রজায়ীর যৌথ সঞ্চালনায় প্রধান ওয়ায়েজিন হিসেবে তকরির করেন রাউজান উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ আল্লামা অধ্যক্ষ হাসান রেজা আলকাদেরী (মাঃজিঃআঃ)। বিশেষ বক্তা হিসেবে তকরির করেন, না’লাইন ই- মোস্তফা সাঃ – তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা ও চন্দনাইশ হযরত শাহ সূফী আলী রজা ও একরাম শাহ (রহঃ) এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ কামরুদ্দীন নূরী (মাঃজিঃআঃ), মাওলানা আমজাদ হোসেন আল কাদেরী। উক্ত মাহফিলে সভাপতির বক্তব্যে পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী বলেন, বেলায়তের সম্রাট হলেন বড়পীর শেখ সুলতান সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রা.)।
তিনি আউলিয়াদের সর্দার। উনার মাধ্যমে ইসলাম পুর্নজীবন লাভ করেছে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায়,মিলাদ, কেয়াম, ও মোনাজাত করা হয়।পরিশেষে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক:
মোহাম্মদ রফিকুল ইসলাম।
প্রধান উপদেষ্টা:
আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী।
সহ-সম্পাদক:
এম.জাফর ইকবাল তালুকদার।
বার্তা সম্পাদক:
আইন উপদেষ্টা: