“আমার দয়ার নবী মায়ার নবী”
——মীর কাশেম চৌধুরী (স্বরচিত
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি
বিশ্ব চরাচরে,
পশুপাখি তরুলতা
তোমার দরুদ পড়ে।
মানব দানব পাখপাখালি
করে তোমার গান,
স্বয়ং আল্লাহ দরুদ পড়ে
বুঝায় তোমার শান।
উত্তাল সাগর স্বচ্ছ নদী
শীতল ঝর্না ধারা,
তোমার নামে পাহাড় পর্বত
সবি আত্মহারা।
তুমি দয়ার নবী মায়ার নবী
সারা বিশ্ব জানে,
কামলি ওয়ালা নবী তুমি
বিশ্ববাসী মানে।
তোমার পাক কদম আমি অধম
একটু দেখতে চাই,
যেখানেতে চুমু খাবো
নিবিড় মমতায়।
রোজ হাশরের কঠিন দিনে
পুলসিরাতের পাড়ে,
তোমায় যেনো দেখি নবী
আমি গুণাগারে।
দয়ার নবী মায়ার নবী
তোমায় ভীষণ বাসি ভালো,
অন্ধকার কবর আমার
করে দিও আলো।
কাঁদি আমি দয়াল নবী
কাঁদি বারেবারে,
তোমার মায়ার ছবি দেখি যেন
আমি পরপারে।
উম্মত উম্মত করবে যখন
কেয়ামতের বুকে,
কাওসারের একটু পানি
দিও আমার মুখে।