আজ ৩০শে ডিসেম্বর সোমবার সকালে কর্ণফুলী উপজেলা মিলনায়তনে কর্ণফুলী সিপিপির উদ্যোগে সংধবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি) কর্ণফুলী উপজেলার সহকারী পরিচালক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা জান্নাত।
উক্ত অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলের দুর্যোগকালীন সময় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়নসহ অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক ২০২৪ সালের সম্মাননা পুরষ্কার পাওয়ায় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবী এম মঈন উদ্দিন ও হাসিনা আক্তার কে সংর্বধনা দেওয়া হয়।
এম মঈন উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের পুরস্কার পেয়ে গর্ববোধ করছি। এই সম্মাননা আমাকে আগামীতেও জনসেবায় উৎসাহ যোগাবে। সিপিপিতে আমি জীবনের তিন দশক কাটিয়েছি, বাকি সময়টুকুও সিপিপির সাথে স্বেচ্ছায় মানবতার জন্য কাজ করে যাব।