চট্টগ্রামের পতেঙ্গা রাজার পুকুর পাড় এলাকার চৌধুরী পাড়া মুড়ি ফ্যাক্টরীতে চলছে রমরমা জুয়ার আসর।
জুয়া খেলা পরিচালনার দায়িত্বে আছেন মোঃ বাদশা,মোঃ আনোয়ার, মোঃ সাকিল ও মোঃ মনির হাজার হাজার টাকার বাজি নিয়ে রাতদিন চলছে জমজমাট জুয়ার আসর। এলাকার এক বাসিন্দা নাম না বলার শর্তে বলেন- তাদের জন্য আমরা মান সম্মান নিয়ে বসবাস করতে পারছিনা। অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান ঐ এলাকার বাসিন্দারা।
নিঃস্ব হচ্ছে গার্মেন্টসে চাকরি করা মেয়েরা।
রাবেয়া (২২) নামের এক কিশোরী বলেন-সারা মাস কাজ করে বেতন নিয়ে এসেও একটু ভালোভাবে চলতে পারিনা। আমার বাবার জুয়া খেলার জন্য টাকা দিতে না চাইলে আমাকে এবং আমার মাকে মারধর করে।
কিশোরী রাবেয়া আরও বলেন- আপনাদের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এভাবে জুয়া খেলার জন্য সাধারণ অসহায় খেটে খাওয়া মানুষ আজ বিপদগ্রস্ত হয়ে পড়ছে।কেউ আমরা শান্তিতে থাকতে পারছিনা। টাকা, গয়না ও মোবাইল, কোনো কিছু রাখা যাচ্ছে না। ভূক্তভোগীরা এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।