দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ১৫৫ জন সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা পদোন্নতি পতে যাচ্ছেন। এ সংক্রান্ত একটি চিঠিতে স্বাক্ষর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে প্রাথমিকের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত ফাইল অনুমোদন হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের দপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে প্রাথমিকের সচিবও এ ফাইলে স্বাক্ষর করেন বলে জানা গেছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পদোন্নতির জন্য ১৮৩ জনের একটি শর্টলিস্ট করা হয়েছিল। তবে সেই তালিকা থেকে ২৮ জন বাদ পড়েছেন। অবশিষ্ট ১৫৫ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদোন্নতি পেতে যাচ্ছেন। এ সংক্রান্ত ফাইল অনুমোদন হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, আজ সোমবার পদোন্নতি প্রাপ্তদের বিষয়ে জিও জারি হতে পারে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে তারা উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাচ্ছেন। শিগগিরই তাদের পদায়ন করা হবে।