ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিজনেস স্ট্যাডিজ ফ্যাকাল্টির ডিন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
রোববার তাকে এ দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জাহেদ কামাল ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। মাইন উদ্দিনকে সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে নিয়েছে সরকার।
নতুন ডিজি নিয়োগ করা হলেও সোমবারও এ সংক্রান্ত চিঠি বা আদেশ পাননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার।
দৈনিক আলোকিত বাংলা কে তিনি বলেন, “আমরা জেনেছি মহাপরিচালক পদে পরিবর্তন হয়েছে। তবে কাগজ এখনও অধিদপ্তরে আসেনি।”
গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন ও অন্তবর্র্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দপ্তরে ব্যাপক রদবদলের মধ্যে ফায়ার সার্ভিসের ডিজির পদেও পরিবর্তন আনল সরকার।