শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo চট্টগ্রাম প্রেসক্লাবে অ্যাটর্নি জেনারেলের সৌজন্যে মতবিনিময় সভা কাল Logo আনোয়ারা তৈলারদ্বীপ বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন Logo গ্রেনেড হামলা মামলার রায়: বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ Logo আনোয়ারা উপজেলায় গ্রাম আদালতের প্রচারণা Logo আনোয়ারায় যৌথ বাহিনীর অভিযানে পিচ্চি জসিম আটক Logo সাতকানিয়ায়- নুরুছফা পরিবারের জায়গা দখলে  মরিয়া একটি প্রভাবশালী চক্র -ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার শরীফ এ ফাতেহা ইয়াজদাহুম সুসম্পন্ন। Logo যৌথ বাহিনীর অভিযানে আনোয়ারার আবছার মেম্বার গ্রেপ্তার Logo বাঁশখালীতে কাচ্চি বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশতাধিক লোক Logo শুনানীতে চট্টগ্রাম আদালতে হট্টগোল বৃহস্পতিবারও আইনজীবীদের বিক্ষোভ এজলাস থেকে নেমে যান বিচারক।
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ফায়ার সার্ভিসে চাকরি নেন রেজা

মোহাম্মদ রফিকুল ইসলামঃ / ৯০ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ

  1. গাইবান্ধা ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কোটার ভুয়া কাগজ পত্র দিয়ে ফায়ার ফাইটার পদে বগুড়ায় চাকরি করছেন রেজা মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার উদাখা‌লি ইউনিয়নের দক্ষিণ কাঠুর গ্রামের আফতাব আলীর ছে‌লে। রেজা মিয়ার শিক্ষাগত যোগ্যতার ৮ম শ্রেণি পাশ।

জানা গেছে, রেজা মিয়া গত ২০১৮ সা‌লের ১৫ নভেম্বরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ৪র্থ শ্রেণি (ফায়ার ফাইটার) পদে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি ব



গুড়ার আদম‌দি‌ঘি ফায়ার স্টেশনে চাকরি কর‌ছেন। মু‌ক্তি‌যোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে অনলাইনে প্রকাশিত তথ‌্য অনুযায়ী ফুলছ‌ড়ি উপ‌জেলার মু‌ক্তি‌যোদ্ধার সংখ‌্যা ২৩২ জন। এই তালিকা মতে, আফতাব আলীর ঠিকানা অনুযায়ী কোনো মু‌ক্তি‌যোদ্ধার নাম পাওয়া যায় নাই।

তবে স্থানীয়রা জানান, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন রেজা মিয়া। সরকারের দেওয়া বেতন উত্তোলন করছেন। অথচ তার পিতা আফতাব আলী মুক্তিযোদ্ধা নন। জাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে চাকরি নিয়েছেন তিনি। চাকরি দেওয়ার সময় এজন্যই তো যাচাই-বাছাই করেনি কর্মকর্তারা। যেসব কর্মকর্তা দায় সারাভাবে এ রকম কর্মকাণ্ড করেছেন তাদের শাস্তি হওয়া দরকার।রেজা মিয়ার বড় ভাই খাজা মিয়া জানান, তার পরিবারের কেউই মুক্তিযুদ্ধে কখনই অংশগ্রহণ ক‌রেনি। চাকরি নেওয়ার সময় ভুল ক‌রে মু‌ক্তি‌যোদ্ধা কোটা অপশনে টিক প্রদান করা হ‌য়ে‌ছিল। এজন্য তার ভাইয়ের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হ‌য়ে‌ছে। ত‌বে সং‌শোধ‌নের জন‌্য অফি‌সে তদ‌বির চল‌ছে।

এসময় তার পিতা মো. আফতাব আলির সঙ্গে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌লেও অসুস্থতার কথা ব‌লে দেখা কর‌তে দেননি খাজা মিয়া।

এমনকি রেজা মিয়াও সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগের একাধিকবার চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দক্ষিণ কাঠুর গ্রামের বাসিন্দা স্বপন মিয়া জানান, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে ৫ বছরের বেশি সময় ধরে চাকরি করে আসছেন রেজা মিয়া। দীর্ঘদিন থেকে সরকারের দেওয়া বেতন উত্তোলনও করছেন। আমার জানা মতে, তার বাবা মুক্তিযোদ্ধা নন। এর ভুয়া কাগজপত্র দিয়ে চাকরি নিয়েছে।

তবে বগুড়া আদমদিঘী ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিব‌রিয়া জানান, গত ২০১৮ সালে চাকরিতে যোগদান করে রেজা মিয়া। ভুল করে মুক্তিযোদ্ধা অপশনে টিক মার্ক করার কোনো সম্ভাবনা নাই। সেই সঙ্গে রেজা‌ মিয়ার শিক্ষাগত যোগ্যতার ৮ম শ্রেণি এবং পিতার মুক্তিযোদ্ধার সনদের সব কাগজ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ আটটি দপ্তরে প্রেরণ করা হয়। এরপর যোগ‌্যতা ও মু‌ক্তি‌যোদ্ধা কোটার ভিত্তিতে চাকরি প্রদান করা হয়েছে। তবে পিতার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান ক‌রে চাকরি নিয়েছেন কিনা সেই বিষয়টি তি‌নি অবগত নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST