বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে মহান একুশের শহীদের স্মরণে আলোচনা সভা সংগঠনের সভাপতি জি এম মাহবুবুর হোসেনের সভাপতিত্বে অনষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাংবাদিক আকতার উদ্দিন রানা।
সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার,
সাংবাদিক সাহেদুর রহমান মোরশেদ, শয়ন দে অপুর্ব প্রমুখ।
বক্তারা বলেন মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস একমাত্র বাঙ্গালীদের। বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?
আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার সহ আরো অনেকই শহীদ হন।