সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
Logo আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর ২৬ এপ্রিলের প্রতিবাদ সভার ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন   – রজায়ী হুজুর Logo মধ্যরাতে আনোয়ারা বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, গোলাগুলি। Logo নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’ Logo চট্টগ্রামে অটোরিকশায় ‘পেট্রোল বোমা’, দুই নারী দগ্ধ Logo জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র‍্যাফটদের পদোন্নতি সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত Logo আনোয়ারায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি গ্রেফতার Logo কারিগরি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা Logo সভাপতি মনির,সম্পাদক রফিক ‎ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা পশ্চিম পরিষদের কমিটি গঠন। Logo আলোচনা ব্যর্থ: কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের । Logo শিক্ষার্থীদের ‘রেল ব্লকেড’ কর্মসূচি শিথিল, দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

মির্জাখীল দরবার শরীফের অনুসরণে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী জেলাসমুহের শতাধিক গ্রামে আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ২০ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী জেলাসমুহের আগামীকাল রবিবার শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফী মাযহাবের অনুসরণে ঈদ পালন করে থাকে। দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাব মতে বিশ্বের যে কোন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রায় দুইশত বছর ধরে এভাবে ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত সকল অনুশাসনসমুহ পালন করে আসছেন।

 

দরবারের সূত্র জানায়, মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। হজরত শাহ জাহাঁগীর শেখুল আরেফীন (কঃ), হজরত শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন (কঃ), হজরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীন (কঃ) এর পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন (কঃ) এর তত্ত্বাবধানে উনারই জানশীন হজরত ইমামুল আরেফীন ডঃ মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান সাহেব ঈদের নামাজে ইমামতি করবেন।

 

মির্জাখীল দরবার শরীফ সূত্র মতে, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসকামা, কাঠাখালী, রায়পুর, গুজরা, লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, চুনতী এবং সীতাকুন্ডের মাহমুদাবাদ, বারিয়াঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মহালংকা, ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মুহাম্মদপুর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, মনোহরদী, মঠখোলা, বেলাব, আব্দুল্লাহনগর, কাপাসিয়া, চাঁদপুর জেলার মতলব, সিলেট, হবিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, ভোলা, মিরশরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, হাতিয়া, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলাসমুহের শতাধিক গ্রামের বহুসংখ্যক অনুসারী পবিত্র সওম পালন শেষে আগামীকাল রবিবার (৩০ মার্চ, ২০২৫ ইং) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

 

এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার অনেক গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ও আগামীকাল রবিবার (৩০ মার্চ, ২০২৫ ইং) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

 

ঈদ উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মছউদুর রহমান বলেন, “আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান এবং আমাদের পূর্বের দেশসমুহে চন্দ্র দর্শন বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসেবে চাঁদের অবস্থান এবং মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বের চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জ্ঞাত হয়ে আগামীকাল রবিবার (৩০ মার্চ, ২০২৫ ইং) ঈদুল ফিতর উদযাপিত হবে, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST