চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার সাবেক ইউপি সদস্য, দশ ট্রাক অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামী নুরুল আবছার (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দরের (২ নম্বর ওয়ার্ড) কুট্টাপাড়া নিজ বাসা থেকে কর্ণফুলী ও আনোয়ারা থানা পুলিশের যৌথ টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও বন্দর পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিজানুর রহমান।
গ্রেপ্তার নুরুল আবছার আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের হাজী জাফর আহাম্মদের ছেলে।
অভিযোগ রয়েছে অতি প্রভাবশালীদের সহায়তায় নুরুল আবসার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লি (সিইউএফএল), আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) ও ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করে একক ব্যবসা নিয়ন্ত্রণ, টেন্ডার ও চাঁদাবাজি করে কোটি কোটি টাকার অবৈধ পথে আয় করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও মাদক ব্যবসার সাথে জড়িত বলেও কানাঘোষা রয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আনোয়ারা থানায় জিআর ১৪৬/১৪, সিএমপি চান্দগাঁও থানার জিআর ২৮৫/২৪, পাচলাইশ মডেল থানার জিআর ২৪৬/২৪ সহ বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলা চান্দগাঁও থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার নুরুল আবছার মেম্বার থানায় রয়েছে এখন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সকালে আদালতে পাঠানো হবে।’