চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ মাঠে শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে ৩১শে আগস্ট শহীদ শেখ সাইফ উল্লাহ চৌধুরীর স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সম্প্রতি ভয়াবহ বন্যায় শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত স্মরণ সভায় বক্তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের ৯১-৯২ এর নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক, গুমানমর্দ্দন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও উত্তর জেলা ছাত্রদলের সদস্য শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরীর বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করে তাহার হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সকল শহীদদের স্মরণে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ দস্তগীর হোসেন। যুবদল নেতা মোহাম্মদ ওবায়দুল হকের সঞ্চালনায় ও শহীদ শেখ সাইফ উল্লাহ চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি নুরুল আজম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ উদ্দিন বিপ্লব। বিশেষ অতিথি উপজেলা বিএনপি সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলম। উপজেলা বিএনপি নেতা সুলতানুল আলম চৌধুরী, মোজাহেরুল আলম, মোরশেদুল, পারভেজ মাসুদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাফর, বীর মুক্তিযোদ্ধা বিকম তোফায়েল আহম্মদ, শেখ শহিদুল্লাহ চৌধুরী পারভেজ, মোরশেদুল আলম, পারভেজ তালুকদার, আব্দুল করিম, মো: আলম, মোহাম্মদ আইয়ুব, খোরশেদুল আলম, কোবরাত চৌধুরী, মোহাম্মদ নেজাম সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন শেখ সাইফ উল্লাহ চৌধুরী একজন আদর্শিক, বিচক্ষণ মেধাবী বিপ্লবী ছাত্রনেতা ছিলেন, কাছ থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না এই দূরদর্শিতা মেধার বিচরণ। তিনি বলেন চিহ্নিত আওয়ামী নামধারী সন্ত্রাসীরা শেখ সাইফ উল্লাহ চৌধুরীকে ১৯৯৩ সালের ৫ই মার্চ রাতের আঁধারে বালুখালী দলীয় ইফতার মাহফিল থেকে নিয়ে জবাই করে নির্মমভাবে হত্যা করে।তিনি তার হত্যার বিচার দাবি এবং তার আদর্শে উজ্জীবীত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।