আজ ৫ ই মার্চ, ২০২৫ ইং, বুধবার বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব’ র ইন্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আঠারো শতকের মহাকবি, সিদ্ধ পুরুষ, চার ত্বরিকার পীর, বেলায়তের সম্রাট,কবি ও সাধক শাহছুফি আল্লামা আলী রজা প্রকাশ কানু শাহ্(র.)’র জীবন ও কর্ম শীর্ষক সেমিনার, দোয়া, মিলাদ মাহফিল এবং তাঁর দরবেশী আধ্যাত্মিক কাব্যগ্রন্থ “জ্ঞান সাগর” বইয়ের সংকলিত ও সম্পাদিত নতুন সংস্করণের মোড়ক উম্মোচন করা হয়েছে।ওষখাইন রজায়ী দরবার শরীফ’র সাজ্জাদানশীন ও রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী প্রকাশ রজায়ী হুজুর এর সভাপতিত্বে, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম’র পরিচালনায়,মোহাম্মদ মুনিরুল ইসলাম আশরাফি ও এস.এম ইমাম উদ্দীন’র দিকনির্দেশনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ’ র চেয়ারম্যান মাওলানা কাজী মুঈনুদ্দিন আশরাফী।
বিশেষ অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড: নূর হোসাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড: আনোয়ার হোসাইন, লেখক ও গবেষক মো: আবদুর রহিম, আলেমে দ্বীন মুফতি গোলাম কিবরিয়া আজহারী,মাওলানা সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক হাশেমী, লেখক ও গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন, মজলুম জননেতা মাওলানা রেজাউল করিম তালুকদার।
উপস্থিত ছিলেন- মোহাম্মদ আলী কোপানী,মাস্টার কে.এম এরশাদ হোছাইন,মাস্টার মোহাম্মদ ইলিয়াছ,সাংবাদিক এম. এ রহিম,মোহাম্মদ অলি রজায়ী,মোহাম্মদ আমান রজায়ী,মোহাম্মদ নাছির উদ্দীন রজায়ী,মোহাম্মদ এমরান হোসেন, মোহাম্মদ মোস্তাক রজায়ী,কাজী তৌহিদ রজায়ী।
উপস্থিত বক্তাগণ শাহ আলী রজা প্রকাশ কানু শাহ’ র জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন।
মুখ্য আলোচক অধ্যাপক নূর হোসাইন বলেন,সুফীবাদ টিকিয়ে রাখার জন্য আগের দিনের ধ্যান ধারণার বাইরে গিয়ে প্রাতিষ্ঠানিকভাবে, লেখালেখির মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাছাড়া সকল মানুষ যাতে দরবারের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারে সেভাবে পরিবেশ সৃষ্টি করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাঈনুদ্দীন আশরাফী বলেন, প্রকৃত মাজারগুলো ও প্রকৃত ওলীদের ইতিহাস, সংরক্ষন না থাকায় কিছু ভন্ড অলি বা পীর ও ভন্ড মাজারের আভির্ভাব হচ্ছে এজন্য কথিত অলিদের আওলাদগণকে তিনি অনুরোধ করে বলেন হক্কানি অলিদের ইতিহাস ঐতিহ্য লেখালেখি ও প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণ করা হয়।শাহ আলী রজা প্রকাশ কানু শাহ (র.)’র জীবনী ও ঐতিহ্য তুলে ধবার জন্য তিনি রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন ও রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ীকে ধন্যবাদ জানান।