নজরুল ইসলাম সাতকানিয়া
(চট্টগ্রাম) প্রতিনিধি >>>
চট্টগ্রামের সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়া ডেংগা নুরুচ্ছাফা পরিবারের জায়গা জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একই এলাকার আলতাফ মিয়ার ছেলে নুরুল আমিন গং দের বিরুদ্ধে।গতকাল (৪ নভেম্বর) মঙ্গলবার উপজেলার কেরানিহাট এ্যাপোলো রেস্টুরেন্টে,বিকাল ৩ টার সময় উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত নুরুচ্ছফা পরিবারের মেজ ছেলে মোহাম্মদ জাফর। তিনি অভিযোগ করে বলেন- আমার বাবার জায়গা জমি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখলে থেকে ভোগ করতেছেন ৯ নম্বর ওয়ার্ড মুনার পাড়া গ্রামের আলতাফ মিয়ার ছেলে।মোঃ আমিন, মৃত কালুর পুত্র আবদুল আলিম মিয়া। লিখিত বক্তব্যে বলা হয় আমার পিতা বেঁচে থাকা অবস্থায় আমাদের বলে গেছেন তার জায়গা কোন রেজিস্ট্রি সম্পাদন করেন নাই। প্রতিপক্ষ মোঃ আমিন গং বলছেন নুরচ্ছফা টিপ সহির মাধ্যমে তার অংশ রেজিস্ট্রি দেন,কিন্তু আমাদের অভিযোগ আমার পিতা টিপসহ দিয়ে কোন রেজিস্ট্রি দেন নাই। আমার পিতার জায়গায় অন্য কাউকে দিয়ে তারা টিপ সই নিয়ে রেজিস্ট্রি সম্পূর্ণ করেন। নুরুল আমিন গং আমার ফুফুদের জায়গা জোরপূর্বক জবর দখলে আছেন।সাতকানিয়া থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছি।আমার পরিবারের দাবি কাগজপত্র মোতাবেক আমাদের জায়গা বুঝিয়ে দেওয়া হোক।এই বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল খাঁন বলেন- সম্প্রতি জায়গা জমি বিরোধ নিয়ে বিগত ২৭ অক্টোবর একটা অভিযোগ পেয়েছি।উক্ত বিষয়ে তদন্ত চলতেছে।অভিযোগের সত্যতা পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মিল্টন বিশ্বাস বলেন এওচিয়া ইউনিয়নের জাফর নামের এক ব্যক্তি তার বাপ দাদার সম্পত্তি দখলের দাবিতে একটি অভিযোগ করেছেন।আমরা উভয় পক্ষের সাথে সরাসরি বসে কাগজপত্র যাচাই-বাছাই করে উক্ত বিষয়ে নিষ্পত্তির ব্যবস্থা করবো।