চট্টগ্রামের আনোয়ারায় ঐতিহ্যবাহী ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ’র ব্যবস্থাপনায় ও সাপ্তাহিক আধ্যাত্মিক জগত পত্রিকার সৌজন্যে প্রাণ পুরুষ আওলাদে ছিদ্দিকে আকবর (রা:), পাচঁ ত্বরিকার পীর,৩৬বছর বনবাসী, আধ্যাত্মিক সাধক ১৮শতকের কবি, বেলায়তের সম্রাট, ইসলামি দার্শনিক ও রজায়ী ত্বরিকার ইমাম হযরত শাহ্সুফি সৈয়দ আল্লামা আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)’র জাহেরী নির্দেশিত আষাঢ় বিষু ও ওরশ মোবারক রজায়ী দরবার শরীফে আগামী ১৬ই জুলাই’২৪ইং মঙ্গলবার অনুষ্টিত হবে। এতে ছদারত করবেন রজায়ী ত্বরিকত কমিটি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রজায়ী দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী প্রকাশ-রজায়ী হুজুর {মা: জি: আ:)।
সার্বিক নির্দেশনায় পীরজাদা মাওলানা নাঈম উদ্দীন রজায়ী ও শাহ্জাদা ইমাম উদ্দীন রজায়ী। এতে সকল আশেক, ভক্ত ও মুরিদগণের প্রতি ইমানি দাওয়াত রহিল।